AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশু খাবে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০২:৪৫ পিএম, ৩০ মে, ২০২৪
পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশু খাবে ভিটামিন ‍‍`এ‍‍` ক্যাপসুল

পঞ্চগড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

আগামী ১ জুন (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্র একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রের প্রত্যেকটিতে দুইজন করে স্বেচ্ছাসেবক কাজ করবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৯০০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শীর্ষক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, এ প্লাস ভিটামিন শিশুদের বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।   

এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!