AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ‍‍` ক্যাপসুল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৬:০৯ পিএম, ৩০ মে, ২০২৪
লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ‍‍` ক্যাপসুল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। শনিবার (১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য তুলে ধরেন। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৩শত ১৭জন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১২ হাজার ৩শত ৬২জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২শত ২৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন লালমনিরহাট সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান। 

একুশে সংবাদ/এস কে

Link copied!