কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ৪২ জন হত-দরিদ্র ও অসহায় দুস্থ মানুষের মাঝে শিক্ষা-চিকিৎসা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এসব হত-দরিদ্র ও অসহায় দুস্থ মানুষদের হাতে আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্ব করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল, উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক, রৌমারী ৮নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯নং সদস্য সোহেল সরকার, সদর, রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. শিউলি বেগম, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আরমিন নাহার, সদস্য মাসুদা ডেইজি ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অ.দা.) মিজানুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :