AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে অপহরণের চেষ্টা !


সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে অপহরণের চেষ্টা !

হাটহাজারীতে সংবাদ প্রকাশের জেরে মাহমুদ আল আজাদ (৩৭) নামের এক সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ মে) দিবাগত রাত ১০ টার দিকে পৌরসভার মেডিকেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল আজাদ নিজের হেফজখানা থেকে রাত সাড়ে ৯টার দিকে চা নাস্তা খাওয়ার জন্য পাশের মেডিকেল গেইটস্থ চায়ের দোকানে গিয়ে নাস্তা সেরে রাত ১০টার দিকে পুনরায় নিজের প্রতিষ্ঠানে (মাদ্রাসায়) ফিরে যাবার সময় ৩/৪টি সিএনজি অটোরিকশা যোগে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত হঠাৎ তার পথ রোধ করে তাকে টেনে হিচড়ে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যেতে চেষ্টা চালায়। এসময় দুর্বৃত্তরা সকল সাংবাদিকদের লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। 

ভিকটিম সংবাদকর্মী মাহমুদ আল আজাদ রাত ১২ টা ৫ মিনিটের দিকে গণমাধ্যমকর্মীদের বলেন,  একটি দুর্বৃত্তের দল অপহরণের উদ্দেশ্যে আমাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করলে আমার কিছু সহকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি অপহরণকারীদের থেকে আমাকে উদ্ধার করে। ওই সন্ত্রাসী, দুর্বৃত্তের দল আমার উপর হামলাও করেছে। বছরখানেক পূর্বে এক প্রতিবন্ধীসহ অপর এক মহিলাকে ঘর দেওয়ার মিথ্যা আশা দিয়ে স্থানীয় এক শ্রমিক লীগ নেতা প্রায় ৪৫ হাজার টাকা আত্মসাৎ করে নেয়। পরে গত কয়েকমাস পূর্বে ভুক্তভোগীদের অভিযোগের ভিক্তিতে পত্রিকায় নিউজ করলে আমার উপর ক্ষেপে যায় ওই শ্রমিক লীগ নেতা। বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ওই শ্রমিক লীগ নেতার ছেলের নেতৃত্বে কৌশলে আমাকে অপহরণ করতে চেষ্টা করে আসছিলো। আমি গত এক সপ্তাহ ধরে তাদের নানা হুমকির কারণে আমার বাড়িতে যেতে পারছিনা। আমার আদর্শগ্রামের বাসায় পরিবারের উপরও প্রতিদিন রাতে বিভিন্ন আজেবাজে বিশ্রী ভাষায় গালাগালি করে আসছিলো তারা। বাড়িতে আমার মা, স্ত্রী সন্তানরা এবং আমি নিজেও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি এ ব্যাপারে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছি। যেকোনো সময় দুর্বৃত্তরা আমাকে হত্যা করতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছি। আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু করেছি।

হাটহাজারী অনলাইন প্রেস ক্লাব এর সহ-সভাপতি এবং সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (দৈনিক দেশ বর্তমান ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) একরামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নাকের ডগায় গণমাধ্যমকর্মীর উপর সন্ত্রাসী হামলা খুবই দুঃখজনক। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। 

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের জানান, সাংবাদিক মাহমুদ আল আজাদ আমাকে ফোন করেছিলো। তখন আমি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি। আর এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!