প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও চর্চা করতে হবে। শনিবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ আহ্বান জানান।
ছাত্র জীবনের স্মৃতিচারণ করে প্রধান বিচারপতি বলেন, বাবার বাড়ি মোহনগঞ্জ হলেও ময়মনসিংহ শহরেই আমার জন্ম। আনন্দ মোহন কলেজে পড়াশোনা করেছি। এ শহরের অনেক স্মৃতি আছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।অসাম্প্রদায়িকতার অনন্য নজির ময়মনসিংহ।
আইনজীবীদের পড়াশোনার তাগিদ দিয়ে ওবায়দুল হাসান বলেন, আইন পেশায় ভালো করতে হলে পড়াশোনার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক। সঞ্চালনা করেন আবুল কালাম।
বক্তব্য দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, মুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ প্রমুখ।
একুশে সংবাদ/কা.ক/সা.আ
আপনার মতামত লিখুন :