ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও দূর্গত পরিবারের মাঝে বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার বিকাল ৫ টায় উপজেলার কুকুয়া ইউনিয়ন ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী, পশুরবুনিয়া এলাকায় ক্ষতিগ্রস্থ ও দূর্গত পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম ।
আড়পাঙ্গাশিয়ায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা , কুকুয়ায় ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারসহ ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দূর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, দুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম মুঠোফোনে বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দূর্গত সকল পরিবার সরকারী সহায়তা পাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :