গোপালগঞ্জ-১ মুকসুদপুর-কাশিয়ানী নিজ নির্বাচনি এলাকা মুকসুদপুর উপজেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপিকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
২ জুন সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্বরে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার মঞ্চে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনসের এসআই আব্দুল বারিকের নেতৃৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফুল আলম, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :