‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে( মাধ্যমিক ও সমপর্যায়ে) প্রথম স্থান অর্জনকারী হাটহাজারীর আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (০২ জুন) সকালের দিকে গণভবনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
জানা যায়, "আমার চোঁখে বঙ্গবন্ধু" শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় গত বছরের ২২ জুলাই শনিবার উপজেলা পর্যায়ে, একই বছরের ১৪ আগস্ট সোমবার জেলা পর্যায়ে, ২০ আগস্ট শনিবার বিভাগীয় পর্যায়ে এবং চলতি বছরের ২৭ মে সোমবার জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম মশিউজ্জামান চট্টগ্রাম জেলা প্রশাসক এর পক্ষে প্রতিনিধিত্ব করেন এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পুরস্কৃত শিক্ষার্থীরা হলেন, মিত্তিকা ফায়েজ, আন্না বড়ুয়া, নুর হাবিবা, জান্নাতুল কাওসার, আলভী আফরোজ, উদভা মাহাদী লামিসা, আসিফা তাবাসসুম সালমা, মীর মুনতাহা ইসলাম, ফারহীন ফাম্মী বিনতে ফরিদ,উম্মে তাসনুভা হোসাইন সোহানা, প্রিয়ম রায়।
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহনের পর রবিবার সন্ধ্যার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে অনুভূতি প্রকাশ করে জানান, আসলে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে পুরস্কার গ্রহণ একটি অনন্য স্বপ্নের বাস্তবায়ন। এ ভিডিও তৈরিতে আমি পরিকল্পনা দিলেও আমার শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। শিক্ষার্থীরা দলীয়ভাবে উপস্থাপন করেছে। পরিশেষে বলবো এ অর্জন শুধু আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়, এ বিজয় সমগ্র হাটহাজারীর, সমগ্র চট্টগ্রামের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :