রংপুর জেলার গঙ্গাচড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (৪ জুন) উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপি কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মেলার স্টল গুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক,তথ্য আপা খুশবু`সহ উপজেলা কৃষি উদ্দোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
মেলায় বাদম বীজ, কালোজিরা, ধান, সরিষাসহ অন্যান্য ফসলের বীজ ব্যবহার করে তৈরি করা হয়েছিল গঙ্গাচড়ার মানচিত্র। এছাড়াও সবুজ রঙের কাচা ও শুকনা মরিচ দিয়ে দেশের জাতীয় পতকা করা হয়।
মেলায় কন্দাল ফসলের উন্নত জাত প্রদর্শন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, ছাত্র-ছাত্রীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মেলায় ঘুরে তাদের পছন্দ মত বিভিন্ন প্রকার ফলজ,বনজ চারা ক্রয় করেন। অনুষ্ঠান শেষে স্টলে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/ও.বা.উ/সা.আ
আপনার মতামত লিখুন :