ময়মনসিংহ জেলার নান্দাইলে বজ্রপাতে জামাল উদ্দিন ও সুকন মিয়া নামে দুই কৃষকের তিনটি গরু মারা গেছে। মারা যাওয়া তিন গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের হাটশিরা বাজার সংলগ্ন চরকামট খালী চরাঞ্চলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সোমবার (৩জুন) সকালে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরু মারা যায়। গরুগুলো বাড়ির অদূরে চরে বাঁধা ছিল। কৃষক জামাল উদ্দিন বলেন, বাদাম তোলার জন্য ক্ষেতে আসি এবং সাথে দুটি গরু নিয়ে আসি। পরে বৃষ্টি শুরু হলে বাড়িতে চলে চাই। কিছুক্ষণ পর খবর পাই বজ্রপাতে আমার দুটি গরু মারা গেছে। ক্ষেতে গিয়ে দেখতে পাই গরুগুলো মাটিতে পড়ে রয়েছে। এতে আমার ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
কৃষক সুকন মিয়া বলেন, গরু ঘাস খাওয়ার জন্য ক্ষেতে বেঁধে রাখি। আমি বাড়িতে চলে যাই। কিছুক্ষণ পর খবর পাই বজ্রপাতে গরু মারা গেছে।এতে আমার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ভুট্রো বলেন, বজ্রপাতে আমার ওয়ার্ডে দুই কৃষকের তিনটি গরু মারা গেছে। তারা অনেক কষ্টে গরুগুলো লালনপালন করেছেন। তাদের জন্য খুব খারাপ লাগছে।
স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন জানান, আমি খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানাবো। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.হারুন অর রশিদ বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/আ.হ.উ/সা.আ
আপনার মতামত লিখুন :