গাজীপুর জেলার কালীগঞ্জে গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপ সম্পন্ন হয়। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জুয়েনা আহমেদ শপথ গ্রহণ করেছেন।
সোমবার (৩ জুন) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মলেন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
শপথ গ্রহণের মধ্যদিয়ে তিনি প্রথমবারের মত আগামী পাঁচ বছরের জন্য কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণ শেষে তিনি উপজেলাবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
পরে তিনি সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন।
উল্লেখ্য যে, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে ৪৮ হাজার একশ ৪৪ ভোট পেয়ে জুয়েনা আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীকের শর্মিলী দাস।
একুশে সংবাদ/ও.ফা.উ/সা.আ
আপনার মতামত লিখুন :