সাভারের বিরুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হাসান আলী নামে এক স্যানিটারি মিস্ত্রি মারা গেছে। মঙ্গলবার (৪ জুন) বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ার জাহানারা আক্তারের মালিকানাধীন মায়ের স্মৃতি জাহান প্যালেসে এ দুর্ঘটনা ঘটে।
হাসান আলী পিরোজপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সাভারের উলাইলের সিরামিকস বাজার সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
নিহত হাসান আলীর স্ত্রী সুলতানা নাসরিন সীমা জানান, সকালে বিরুলিয়ার ওই এলাকায় কাজে যান তিনি। দুপুর বেলায় শুনতে পাই ছয়তলা ভবনের ছাদ থেকে রশি ছিড়ে তিনি নিচে পড়ে গেছেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কোনো অভিযোগ দায়ের করিনি।
এ ব্যাপারে বাড়ির ঠিকাদার শামীম পাটোয়ারী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। হাসান আলী আমার বাসাতেই ভাড়া থাকতেন। সকালে কাজ করার সময় রশি ছিড়ে তিনি নিচে পড়ে মারা যান। নিরাপত্তাজনিত ত্রুটির কারণে তার মৃত্যু হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি শামীম পাটোয়ারী।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দিদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ পরিবার নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।
একুশে সংবাদ/বা.নি/সা.আ
আপনার মতামত লিখুন :