পায়ে পচন ধরার পরেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না কোটালীপাড়ার প্রতিবন্ধী অসহায় অমর মন্ডল (৪৪)। কোটালীপাড়ার সাংবাদিক ও সমাজকর্মী মনিরুজ্জামান শেখ জুয়েল ফেসবুকে অর্থ সহায়তা চেয়ে পোষ্ট দিলে অর্থ সহায়তা করেন কিছু মানবিক মানুষ। সেই টাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হয় অমর মন্ডলের। এবার অমরের চিকিৎসায় ১০ হাজার ৫০০ টাকা দিলেন কোটালীপাড়া সমাজ কল্যাণ সংঘ ঢাকা।
বুধবার (৫ জুন) দুপুরে ঢাকার পল্টনস্থ কোটালীপাড়া সমাজ কল্যাণ সংঘ ঢাকার অফিসে সংগঠনটির নেতৃবৃন্দরা এই টাকা হস্তান্তর করেন অমর মন্ডলের চিকিৎসার উদ্যোগ নেওয়া সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের হাতে। এসময় ঢাকাস্থ কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ, সাধারন সম্পাদক এ্যাড. মাসুম মৃধা, সিনিয়র সহসভাপতি মামুন তালুকদার, সহ সভাপতি ওলিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সংকর গাইন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস, মাসুদুর রহমান পারভেজ, দপ্তর সম্পাদক ইয়ামিন কাজী উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, ‘ঢাকায় বসবারত কোটালীপাড়া উপজেলার যুব সম্প্রদায়ের উদ্যোগে সবেমাত্র সংগঠনটির পথচলা শুরু হয়েছে । কোটালীপাড়াবাসীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এই সামাজিক সংগঠন।’ কোটালীপড়ার অসহায় মানুষদের সাহায়তাসহ শিক্ষা ও যুব উন্নয়নে কাজ করবে কোটালীপাড়া কল্যাণ সংঘ ঢাকা। অসহায় অমর মন্ডলের চিকিৎসায় সহায়তার মাধ্যমে মানবিক কাজে আত্মপ্রকাশ ঘটলো এই সংগঠনটির।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :