‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’, এই প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার (৫ জুন) উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ভবানীপুর বাজার পদক্ষিণ করে পুণরায় স্কুলে এসে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেই সাথে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ফলে সুন্দর পৃথিবী ও সবুজ শ্যামল জন্মভূমি রক্ষার প্রতিজ্ঞা করে বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ড গোলাম রাব্বানী, স্টুডেন্ট ফোরামের সদস্য মোছাঃ নিশাত। পরে পরিবেসের ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :