গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পল্লি বিদ্যাুতের লাইন শ্রমিক নুরুল ইসলাম বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ী সেই ইনচার্জকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অ়ভিযুক্ত রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি- ১ এর আওতাভূক্ত নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা কে বরখাস্ত করা হয়।
সাদুল্লাপুর সাবজোনের ডিজিএম নুরুজ্জমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি- ১এর জিএমের নির্দেশে ঘটনাতদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির প্রধান সুন্দরগজ্ঞ সাবজোনের ডিজিএম আব্দুল বারীসহ অন্য দু,জন ঘটনার তদন্ত করেন। তদন্ত কমিটির প্রধান আব্দুল বারী জানান,আমরা সরেজমিনে ঘটনার তদন্ত করেছি।এতে ইনচার্জ সেলিম রেজার দায়িত্ব অবহেলার অনেকটা সত্যতা পাওয়া গেছে।সেভাবেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ উর্দ্ধতন কর্তৃপক্ষ নিবেন।
উল্লেখ্য,১জুন দুপুরে ইনচার্জ সেলিম রেজা তার অধীনস্থ লাইন শ্রমিক নুরুল ইসলাম কে সঙ্গে নিয়ে উপজেলার মহিষবান্ধি দক্ষিন পাড়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুত সংযোগের কাজ করতে যান।
এসময় ইনচার্জ সেলিম রেজা বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় লাইন শ্রমিক নুরুল ইসলাম কে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেন। লাইন শ্রমিক নুরুল ইসলাম খুঁটিতে উঠার পর ইনচার্জ সেলিম রেজার কাছে লাইন বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি খুঁটির নীচ থেকে বলেন লাইন বন্ধ করা হয়েছেে।তার কথা মোতাবেক লাইন শ্রমিক নুরুল ইসলাম প্লাস দিয়ে সংযোগ পাল্টাতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক কাজে নিরাপত্তার জন্য ব্যবহূত বেল্টের সাথে খুঁটিতে ঝুলতে থাকেন। এমতবস্থায় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় ওইদিন বিকালে তাকে ঢাকায় নেয়া হয়।
আহত নুরুল ইসলাম সুন্দরগজ্ঞ উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের বাসিন্দা।তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর আওতাধীন নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের নিয়োজিত একজন লাইন শ্রমিক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :