পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে "জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল" স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, ওসি শোনিত কুমার গায়েন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়াসহ সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ।
সভাপতি বশির গাজী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামকের ব্যবহার সস্পূর্ণভাবে নির্মূল করতে হবে । প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে সকল মানুষকে সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :