ময়মনসিংহের নান্দাইলে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত হয়েছেন।আহতদের শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।এতে সবার মধ্যেই কুকুর আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ড পাছপাড়া উত্তর ও দক্ষিণ মহল্লায় গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরে উত্তেজিত জনতা দুইটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে।
আহতরা হলেন মুসলেম উদ্দিন (৭০), নুর মোহাম্মদ (৬০), সেলিনা বেগম (৪৫), মরিয়ম আক্তার (৮), গোবিন্দ (৫), মো. সাহেদা খাতুন (৪৫), রিসান (৪), মো. আশিক (১৪), সেলিনা (৪৫), মোসলেম উদ্দিন (৬৫), আলমগীর (৫০), যুহাদ (১০), বাদল মিয়া (১৪), তুষার (৮), সাউদা (৫), হোসনা (১২) ও মামুন মিয়া (৩২)।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘সকালের দিকে একটি কুকুরের দল যেখানে যাকে পাচ্ছে আক্রমণ করে কামড়ে আবার দৌড়ে চলে যায়। কারও হাত-পা, শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত করে দিয়েছে। পাগলা কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্ক আছি।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পাগলা কুকুর নিধনে পৌর সভায় কোনো ভ্যাকসিন না থাকায় আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তা ছাড়া পৌর সভার পাগলা কুকুর ধরে প্রাণী সম্পদ দপ্তরে দেব; এর কোনো জনবল নেই।’
নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুনর রশিদ জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুরু হলে পৌর কর্তৃপক্ষ এসব কুকুর ধরে করে প্রাণিসম্পদ কার্যালয় পৌঁছে দেয়। এ ক্ষেত্রে তাঁরা পৌর কর্তৃপক্ষকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন। এসব কুকুর প্রাণিসম্পদ কার্যালয়ে ১০ দিন পর্যবেক্ষণ করে পাগল হলে সেটি মারা যাবে। ভালো হলে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :