হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট, রাজাবাদ পয়েন্ট, তিমিরপুর পয়েন্ট, আনগাঁও সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক জনবল কম থাকলেও ট্রাফিক পুলিশের এটিএসআই খলিলুর রহমান যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখার জন্য বেশ কয়েক দিন যাবৎ কঠোর ভূমিকা পালন করতে দেখা যায় নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশের এটিএসআই খলিলুর রহমানকে।
শহরের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টিকারী যানবাহন গুলোকে জরিমানার আওতায় আনা হচ্ছে এই বিশেষ অভিযানে।
গত বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ০৪ টা থেকে সন্ধা ০৮ ঘটিকা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হওয়া এ অভিযান রাজাবাদ পয়েন্ট, তিমিরপুর পয়েন্ট, গন্ধা পয়েন্ট, হয়ে নবীগঞ্জ থানার গেইট পর্যন্ত পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় অবৈধ স্থানে গাড়ি পার্কিংসহ গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে নাম্বার প্লেট বিহীন ২টি মটর সাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা মিশুসহ কয়েকটি যানবাহনকে আটক করে জরিমানা করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশ এর এটিএসআই খলিলুর রহমান বলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন স্যারের দিকনির্দেশনে ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী স্যারের সহযোগিতায় শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে।
তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে নবীগঞ্জ উপজেলা রিকসা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিগত ৯ মাস যাবৎ যানজট নিরসনের স্বার্থে ৪ জন কমিউনিটি ট্রাফিক নিয়োগ দেন।
এ সময় নবীগঞ্জ থানার এসআই গৌতম সরকারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের এটিএসআই খলিলুর রহমানেরসহ এটিএসআই সামছুল বারী, ট্রাফিক ইনজামুল হক, ও কনস্টেবল আবু সাঈদ সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় এসআই গৌতম সরকার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :