যশোর জেলায় এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ জুন) মধ্যরাতে সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত যুবলীগকর্মীর নাম মোহাম্মদ আলী। সে বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মোহাম্মদ আলীর পরিবারের অভিযোগ, সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
পুলিশ জানায়, ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মোহাম্মদ আলী তৌহিদ চাকলাদারের কর্মী ছিলেন। নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার রাতে ওই এলাকায় খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার পথে ৪/৫জন যুবক তাকে ধরে মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সুজায়েত জানান, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন রয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
একুশে সংবাদ/এন.টি/সা.আ
আপনার মতামত লিখুন :