AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং


কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

শনিবার  (৮ জুন ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে  এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার  জহির ইমাম  বলেন, উপজেলার ৮ ইউনিয়নে ১ম পর্যায়ে ১৫০টি, ২য় পর্যায়ে ২৫০টি, ৩য় পর্যায়ে ২২৫টি, ৪র্থ পর্যায়ে ৩২৫টি, ৫ম পর্যায়ের ১ম ধাপে ৯০টি গৃহের কাজ সম্পুর্ন ও গৃহহীন-ভূমিহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে।

এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৫ম পর্যায়ে ২য় ধাপে ৮৭৫টি গৃহ নির্মাণের কাজ সম্পুর্ন করা হয়েছে। আগামী ১১ জুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিষামুড়ি আশ্রায়ণ প্রকল্পে যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূর্ণবাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রীর সাখে কালীগঞ্জ  উপজেলার  মানুষ কখা বলার সুযোগ পাবো 

প্রেস ব্রিফিং কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দিতি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

 

একুশে সংবাদ.সা.আ

Link copied!