ফরিদপুরের সদরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বসত বাড়ির আঙিনা থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে । এ সময় কেশব দাস (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয় ।
গতকাল (৮মে) শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত কেশব দাস জেলার সদরপুর উপজেলার ২২ রশি গ্রামের বাসিন্দা মৃত শংকর দাসের পুত্র । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন জানান- শনিবার বিকেল ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন ২২ রশি গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
এ সময় গ্রেপ্তারকৃত কেশব দাসের বাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের কারেন ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :