৯ই জুন ২০২৪ মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন- বাগেরহাট জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খালিদ হোসেন ও জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, এ সময় উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তারা।
এসময় তার সাথে ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান,সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুদ্দোজা,ভোটের মাঠে কর্মরত মাঠ প্রশাসনের কয়েকজন প্রথম শ্রেণীর কর্মকর্তা,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন,মোরেলগঞ্জে ১১১ টি ভোট কেন্দ্রে দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন অনুস্টিত হচ্ছে,প্রচন্ড রোদ্রের কারনে ভোটারদের উপস্থিতি একটু কম, তারপরও ভোটাররা উৎসবমুখর পরিবেশে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে,দুপুরের পরে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :