AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে চলচ্চিত্রকার মৃণাল সেনের স্মৃতিবিজড়িত বাড়ি


সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে চলচ্চিত্রকার মৃণাল সেনের স্মৃতিবিজড়িত বাড়ি

প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের স্মৃতিবিজড়িত বাড়ি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে। দেয়ালের পলেস্তারা খসে জরাজীর্ণ হয়ে পড়েছে। শতাব্দী প্রাচীন এই নিদর্শন আজ বিলীন হওয়ার পথে। 
প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেন ১৯২৩ খ্রিস্টাব্দের ১৪ মে ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার এক বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঝিলটুলিতে শৈশব ও কৈশোরের পুরোটা সময়জুড়ে কেটেছে এই বাড়িতে। তার বাবা দীনেশ সেন ছিলেন আইনজীবী এবং  মা ছিলেন স্বাধীনতা অনুরাগী স্বশিক্ষিত।

মৃণাল সেন ছিলেন ফরিদপুরে ঈশান ইন্সটিটিউটের ছাত্র। এরপর উচ্চমাধ্যমিকে ভর্তি হন রাজেন্দ্র কলেজে। এখানকার পড়া শেষে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতা যান ১৯৪৩ সালে। তারপর থেকে মৃণাল সেনের বাড়িতে অন্য কেউ ব্যবহার করলেও সংস্কারের অভাবে  স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পুরাতন জীর্ণশীর্ণ অবস্থায় আধাভাঙ্গা বাড়ি কোনোমতে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। ভবনটি মূল বাড়ির অর্ধেক অংশ, বাকিটুকু ভেঙে ফেলা হয়েছে। বাড়ির পলেস্তারা খসে পড়ছে অনেক আগে থেকেই। পুরাতন জানালাগুলো বেহাল। দেয়ালে ছোপ ছোপ কালো দাগ জানিয়ে দিচ্ছে ভবনের বয়স।

স্থানীয়রা জানান, মৃণাল সেন ছিলেন ভারতীয় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। আজ সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে বাড়িটি। 
সংস্কারের উদ্যোগ না নিলে দিনে দিনে বিলীন হয়ে যাবে। ইতিহাস থেকে নাম মুছে যাবে ঐতিহ্যবাহী এই বাড়ি। নতুন প্রজন্ম দেখতে পারবে না এই ঐতিহ্যবাহী বাড়ি শেষ স্মৃতিটুকু।

চলচ্চিত্রকার মৃনাল সেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।


একুশে সংবাদ/ এসএডি

Link copied!