AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪


ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযানে ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

দুইটি পৃথক অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় ২৮ কেজি গাঁজা ও ৫ হাজার ২৬৪ পিস ইয়াবাসহ মোট ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সোমবার ১০ জুন দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোঃ ইব্রাহিম শেখ (৩২), শেখ হৃদয় হাসান (২৪) ও মোঃ হেলাল উদ্দিন (২১), এরা সকলে গাঁজাসহ গ্রেপ্তার এবং চট্টগ্রাম জেলার মোঃ আব্দুর রহিম (৬৫), তিনি ইয়াবা সহ গ্রেপ্তার।

র‍্যাব জানায়, ১০ জুন সকাল আনুমানিক ৭ টা ৪০ এর দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে আগত মালবাহী কাভার্ড ভ্যানে করে পলিপ্রোপিলিন (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসছে। অতঃপর উক্ত মালবাহী গাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাভার্ড ভ্যানে মাদকদ্রব্য (গাঁজা) আছে। পরবর্তীতে উক্ত গাড়িতে তল্লাশী চালিয়ে আসামীদের দেখানো মতে আনুমানিক ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা মূল্যমানের ২৮  কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৯, হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

আরেকটি অভিযানে গতকাল রবিবার ৯ জুন সকালে আনুমানিক দুপুর ১২টা ৪০ এর দিকে র‌্যাবের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর ওই আভিযানিক দলটি জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ ৭৯ হাজার ২০০  টাকা মূল্যমানের ৫ হাজার ২৬৪  পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৬৫), নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 
     
র‍্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত মোঃ আব্দুর রহিমের নামে রংপুরের কোতয়ালী ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ০২টি মামলা রয়েছে বলে জানা যায়। 


একুশে সংবাদ/সনত./ এসএডি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!