ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- বিপ্লব মোল্লা ও হযরত আলী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালের দিকে ঢাকাগামী সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হন। এরমধ্যে দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ফিরে যান।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে আহত পাওয়া যায়নি। কয়েকজন কাটাছেঁড়া আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাসটি উদ্ধার করে মালিকপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :