AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাটহাজারীতে ভূমিসেবা সপ্তাহ উদযাপন


হাটহাজারীতে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে মহাসমারোহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহরাজ শাবরিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ব্যরস্থাপক যাদব চন্দ্র দাশ।

নাজির অমিদ সেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভূমি সহকারীদের পক্ষে বক্তব্য রাখেন রমিজ উদ্দিন। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলোয়াত করেন মো.নিজাম উদ্দিন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা কার্যকর করতে জনগনের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে স্মার্ট ভূমি সেবা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এতে করে মানুষের দূর্ভোগ, ভোগান্তি দূর হবে। ভূমি সেবাকে দালাল মুক্ত করতে এই ব্যবস্থা অত্যন্ত যুগান্তরকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন বক্তারা।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!