বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার (১০ জুন) দুপুরে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, রঙিন বেলুন উড্ডয়ন, ফিতা কাটা, স্ট্রল পরিদর্শন ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, অতিরিক্তি উপ-পরচিালক বিষ্ণুপদ সাহা, থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা।
অনুষ্ঠানে ১০টি স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরণের ফসলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ মেলা সোমবার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে।
আলোচকগণ বিভিন্ন প্রজাতীর আলু, কচু, ওল, আদাসহ বিভিন্ন ধরণের কন্দাল জাতীয় ফসল উৎপাদন, ব্যবহার ও পুষ্টিগুণ নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন। আলোচনাসভা শেষে কৃষকদের মাঝে ধান, সার ও গ্রীস্মকালীন পিয়াজের বীজ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :