দিনাজপুর জেলার নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ম্যাচে আহত হয়ে এক ক্ষুদে ফুটবলার মারা গেছে।
মৃত সামিউল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেড়মালিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে ও উপজেলার বেরামলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। নবাবগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বর্মণ জানান, সোমবার সকাল ১১টার দিকে নবাবগঞ্জের শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে মাথায় বল লেগে আহত হয় সামিউল।
প্রাথমিক চিকিৎসা দিয়েও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :