AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ত্রসহ ২৮ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৩:০০ পিএম, ১১ জুন, ২০২৪
অস্ত্রসহ ২৮ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে ১৬টি অস্ত্রসহ ২৮ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। ধারণা করা যাচ্ছে, আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) টেকনাফের সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে একটি কাঠের নৌকা নিয়ে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

বিশ্বস্ত সূত্রের দাবি, ওই সীমান্তরক্ষীদের কাছে ১৬টির মতো অস্ত্র ছিল। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়ে গেছে।

এর আগে রোববার ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) ও সেনা সদস্যদের হস্তান্তর করে বাংলাদেশ। তারা সেদেশে চলমান সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

মুখোমুখি হতে যাচ্ছে কসাই জিহাদ ও সিয়ামমুখোমুখি হতে যাচ্ছে কসাই জিহাদ ও সিয়াম
তারও আগে, ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়। এরপর ২৫ এপ্রিল ফেরত যান আরও ২৮৮ জন। এর বিনিময়ে সেদেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 

Link copied!