রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক দুই অভিযানে ৩২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১১ জুন) রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা ডিবি টিমের মাদক বিরোধী ০২ টি অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টায় রংপুর জেলা ডিবি টিমের এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামের মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা রাস্তার উপর একটি যাত্রীবেশী ব্যাটারী চালিত অটো তল্লাশী করে প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর থেকে দুই পোটলার প্রতি পোটলায় এক কেজি করে মোট ২ কেজি গাঁজাসহ বগুড়ার শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের অনন্তবালা দক্ষিণপাড়া গ্রামের ডাবলু ওরফে ডিবলুর পুত্র যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (২৪) কে আটক করে ডিবি।
অপরদিকে গতকাল সোমবার (১০ জুন) রাতে রংপুর জেলা ডিবি টিমের এসআই সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামের আরিফুল ইসলামের হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে অটোসহ গঙ্গাচড়া উপজেলার খলিফারবাজার গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে অটোচালকবেশী মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে।
রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম জানান, জব্দকৃত আলামতসহ অভিযুক্ত দুই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :