মাদক গ্রহকারী এবং তাদের যৌন সঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা ১২ জুন (বুধবার) সকালে বেসরকারী সংস্থা মুক্তা আকাশের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ উদ্দিন আনোয়ার, লক্ষ্মীপুর জর্জ কোর্টের পিপি এ্যাড: জসিম উদ্দিন, মেডিকেল অফিসার আমেনা বেগম, মুক্ত আকাশের প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান,জেলা ব্যবস্থাপক আজহারুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে মুক্ত আকাশের প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান বলেন, এইডস একটি মারাত্নক রোগ বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এই রোগের রোগী সনাক্ত হয়।
দেশে ১০০ জন মাদকসেবী মধ্যে পরীক্ষা করলে ৮-১০ জন এইডস রোগী সনাক্ত হয়। ২৪-৪৯ বছর বয়সীরা বেশী আক্রান্ত হয়। এর পরে ১৯-২৪ বয়সের তরুরী-তরুণীরা এই রোগে আক্রান্ত হতে পারে। তিনি বলেন সবাইকে সচেতন হলে এইডস রোগ থেকে বাঁচা সম্ভব তাই আসুন সকলে একযোগে কাজ করি। লক্ষ্মীপুর জেলায় এইডস রোগী সনাক্ত বা আক্রান্ত হলে মুক্ত আকাশ নামক প্রতিষ্ঠান ওই রোগীদের বিভিন্ন ধরনের সেবা সহযোগীতা করে থাকে। রোগী খবর পেলে প্রতিষ্ঠান জানানোর জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় শিক্ষক, সাংবাদিক, ইমাম, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :