ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৫ জুন) বেলা ১১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে সকাল ৭টা থেকে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়ে ও গাড়ি বিকল হয়। এ সময় একাধিকবার বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ থাকে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে সল্লাহ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গত শুক্রবার (১৪ জুন) ঈদযাত্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এরপর সারারাত যান চলাচল স্বাভাবিক থাকলেও আজ শনিবার সকাল ৭টা থেকে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়তে থাকে এবং গাড়িও বিকল হয়। এতে একাধিকবার বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ থাকে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে সল্লাহ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, বর্তমানে ঢাকা-ভোরে যানবাহন বিকল ও টোলপ্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
একুশে সংবাদ/স.টি/সা.আ
আপনার মতামত লিখুন :