‘যেখানে হাহাকার শূন্যতা, কিছু পাওয়ার ইচ্ছা সেখানেই সদিচ্ছা’ এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আল ইনসাফ একতা ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয় সংলগ্ন স্থানে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
এতে প্রায় তিনশত উপকারভোগী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন ও ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এলাকার অসহায়দের মাঝে বিনামূল্যে চাল, চিনি, তেল, পেঁয়াজ, দুধ, সেমাই ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংগঠনটির সদস্য মোঃ বোরহান উদ্দিন জানান, অরাজনৈতিক সেবামূলক সংগঠন আল ইনসাফ বিভিন্ন সময় অত্র এলাকায় অসহায় ও দুস্থঃদের আর্থিকভাবে সহায়তা করে আসছে। যখনই কোনো মানুষ বিপদে পড়ে আল ইনসাফের শরনাপন্ন হয় সাথে সাথেই তাদের সেবায় সংগঠনের সদস্যরা ঝাপিয়ে পড়েন। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
কটিয়াদী উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম বলেন, আল ইনসাফ একতা ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। সেই সাথে তাদের এরূপ কার্যক্রম পরিচালনা করতে আগামীতেও উপজেলা পরিষদ তাদের পাশে থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :