ঈদুল আজহা উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট। পরম যত্নে লালন-পালন করা কোরবানির পশু ও ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হাট।
সরেজমিন শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার সবচেয়ে বড় শরৎনগর হাটে দেখা গেছে, হাটে প্রচুর গবাদিপশু উঠেছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। দূর-দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনিট্রাক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন।
এবার হাটে দেশি জাতের ছোট আকারের গরু বিক্রি হতে দেখা গেছে ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। তবে বিদেশি জাতের এবং দেশি-বিদেশি সংকর জাতের গরুর দাম আকারভেদে ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত চাইতে দেখা গেছে।
হাটে গরু কিনতে আসা ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার পীর কেবলা বাবা ইসমাইল হোসেন আল-কাদেরী বলেন, মাঝারি আকারের একটি গরু ১ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে কিনলাম। মাংসের জন্য কিনি নাই। আল্লাহর খুশিই প্রথম কথা। আমাদের কাছে বাজারে গরুর দাম কম বলে মনে হচ্ছে।
হাটে আসা বিক্রেতারা বলছেন, হাটে দেশি ছোট আকারের গরুর চাহিদা বেশি। আর গত বছরের চেয়ে এবার গরুর দামও কিছুটা কম। এ বছর হাটে ছাগলের চাহিদাও তুলনামূলকভাবে বেশি। প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
উপজেলার শরৎনগর হাটের ইজারাদার আলহাজ্ব ফজলার রহমান বলেন, হাটে জাল নোট চিহ্নিত করতে মেশিন স্থাপন করা হয়েছে। ভাঙ্গুড়া থানা-পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :