রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় অভিযান চালিয়ে দৌলতদিয়া থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন মোল্লা (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড সাত্তার মেম্বার পাড়া`র মৃত মোবারক মোল্লা`র ছেলে।
শনিবার ১৫ জুন দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খাঁন।
১৪ জুন দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এসআই সঞ্জিব জোয়ারদ্দারের নেতৃত্বে উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড সাত্তার মেম্বারপাড়া সাকিনস্থ মাদক কারবারির একচালা টিনের ছাপড়া বসতঘরের পূর্ব পাশের কক্ষ থেকে ১৪ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে আরও জানা যায়, মাদক কারবারির দৌলতদিয়া মনোরমা সিনেমা হল রোডে তার একটি পান সিগারেটের দোকান আছে। পান সিগারেট বিক্রয়ের আড়ালে সে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগের ৫টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। সর্বশেষ সে গত ২৭ মে ৬শ গ্রাম গাঁজাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে সে পুনরায় আগের ব্যবসায় ফিরে যায়। উক্ত আসামি গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে জানান তিনি। এ-ব্যাপারে মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ির আদালতে প্রেরণ করা হয়েছে জানান।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :