অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যান চলাচল।
রোববার (১৬ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন জানান, ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, ফলে অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, সেতুর ওপর পরিবহন বিকল হওয়ায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। বর্তমানে মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :