ঈদের অপেক্ষা মাত্র একটি রাত। কোরবানির পশু কিনে ফেলেছেন প্রায় সবাই। এখন শুধু অপেক্ষা করছেন পশু জবাইয়ের। আর এই কোরবানির ঈদ সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় খাইট্টা ব্যবসা জমে উঠেছে। তবে, গত বছরের তুলনায় এবার ‘খাইট্টা’র দাম কিছুটা বেশি বলে জানা গেছে।
রোববার (১৬ জুন) দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের বিভিন্ন রাস্তার পাশে ও পাড়া-মহল্লার মোড়ে মোড়ের প্রায় সব ‘খাইট্টা’র দোকানে ভিড় লক্ষ্য করা গেছে।
সাধুগুরু মাষ্টার সেলিম আল-জিন্দানী নামের এক বিক্রেতা বলেন, শুধুমাত্র কোরবানির ঈদেই কাঠের গুঁড়ি বা ‘খাইট্টা’র ব্যবসা করেন তিনি। প্রতিটি বড় সাইজের খাইট্টা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের খাইট্টা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা এবং ছোট সাইজের খাইট্টা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তারেক আজিজ সাগর নামের এক ক্রেতা বলেন, যে খাইট্টা গতবার ৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটাই এখন ৫০০ টাকা চাইছে। কোরবানি দেওয়া পশুর মাংস কাটার জন্য মাঝারি সাইজের একটি গাছের গুঁড়ি ৪০০ টাকায় ক্রয় করেছি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :