স্বেচ্ছাসেবী সংগঠন ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে দুর্ঘটনা এড়াতে রাস্তার ঝুঁকিপূর্ণ মোড়ে আগাছা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৬ জুন) বেলা ১১টায় মাদারীপুরের ডাসার উপজেলা ও বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী সেতু সংলগ্ন রাস্তার ঝুঁকিপূর্ণ মোড়ে উক্ত আগাছা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যবৃন্দসহ এলাকার স্থানীয় যুবসমাজ। সংঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক কাজি রায়হানের নেতৃত্বে প্রায় ২০জনের একটি স্বেচ্ছাসেবী দল সামাজিক এই কাজে অংশগ্রহণ করে।
ডি.কে ব্লাড ডোনার্স ক্লাব এর সাধারণ সম্পাদক কাজি রায়হান বলেন,আগাছা থাকায় রাস্তার মোড়টি ঝুঁকিপূর্ণ।ঘটতে পারে দুর্ঘটনা। তাই গতকাল রাতে প্লান করে আজ বাস্তবায়নে এগিয়ে এলাম সবাইকে নিয়ে।
সংঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন বলেন,দুর্ঘটনা রোধে সবাইকে নিয়ে নিলাম এ উদ্যোগ।
সামাজিক কাজে সবার-ই এগিয়ে আসা উচিত।
এই বিষয়ে সাংবাদিক নাজমুল হাসান বলেন, রাস্তার মোড়ে ঝোপঝাড় আর আগাছা থাকায় অপর প্রান্তে কি আছে তা দেখা যায় না। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে তাদের এই কাজ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :