AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে রোববার ঈদ পালন করলেন যারা


বরিশালে রোববার ঈদ পালন করলেন যারা

সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের অনেক জেলা ও গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে। বরিশাল নগরীসহ জেলার পাঁচ উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবার সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল আজহা উদযাপন করছে। তারা সবাই চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

১৬ জুন সকালে জেলার প্রায় অর্ধশত মসজি‌দে ঈদের জামাত পড়েন তারা। পরে পশু কোরবানি দেন। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ ধর্মীয় আচার পালন করে থাকেন বলে জানান এই দরবারের অনুসারীরা।
রোববার বরিশাল নগরীর সাগরদীর তাজকাঠী মিয়াবাড়ী এলাকার জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ গোলাম কিবরিয়ার ইমামতিতে কয়েকশ মুসল্লি অংশ নেন।
এছাড়াও জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫ থেকে ৬টি গ্রামের সহস্রাধিক পরিবার আগাম ঈদ পালন করছেন। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে আড়াই হাজার অনুসারী রয়েছেন এই দরবারের।

বরিশাল নগরীর জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, আশপাশের প্রায় ৫০০ পরিবার রোববার ঈদ পালন করছে। একইভাবে বরিশাল নগরীসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা আগাম ঈদ পালন করছে।

একুশে সংবাদ/ স.ট./ এসএডি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!