গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুই গ্রামের কিছু সংখ্যক মুসল্লি সৌদি আরবের সাথে রোববার (১৬ জুন) ঈদুল আজহা উদযাপন করেছে। সকাল সাড়ে আটটায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর পুর্বপাড়ায় ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মধ্যপাড়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।
অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। এতে স্থানীয়দের পাশাপাশি দুর-দুরান্ত থেকে প্রায় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
অপরদিকে, সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মধ্যেপাড়া আহেলা হাদিস জামে মসজিদে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে কয়েকটি পরিবারের ৩০-৩৫ জন মুসল্লি অংশ নেয়। এতে ইমামতি করেন হাফেজ মো. মশিউর রহমান।
নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত ও একে অপরকে জড়িয়ে ধরে করমর্দন করেন মুসল্লিরা। এরপর পশু নামাজ শেষে যথারীতি কোরবানিও করবেন তারা।
এ বিষয়ে ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি, যা কুরআন ও হাদিস সম্মত। আগামীতে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই সকল মুসলিম একদিন একসঙ্গে ঈদ উদযাপন করবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :