AB Bank
ঢাকা শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাপের কামড়ে দেড় বছরের শিশুর মৃত্যু


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০৩:৫২ পিএম, ১৭ জুন, ২০২৪
সাপের কামড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে দেড় বছরের এক শিশু মারা গেছে। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই শিশুটির নাম সপ্নময়। সে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়া) গ্রামের ভবতোষের ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না ঘরের পাশে হাটছিলো শিশুটি। এসময় তাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোন সাপ না দেখায় কোন কিছু বুঝতে পারেনা। তাই প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে শিশুটি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে তারা প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোন কাজ না হলে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আলী হোসেন বলেন, দেড় বছরের ছোট ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এ জন্য সবার উচিৎ রাস্তাঘাটের ঝোপঝাড়সহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!