বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগানে ফরমালিনমুক্ত, সতেজ, স্বাস্থ্যসম্মত শাক-সবজিতে ভরপুর আশরাফুজ্জামান জাহাঙ্গীরের পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় শাক-সবজি চাষ করে নিজের চাহিদা পূরণসহ পরিবারের অন্যান্যের চাহিদাও পূরণ করছেন তিনি।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত শাহজাহান সিরাজীর ছেলে আশরাফুজ্জামান জাহাঙ্গীর, তিনি পেশায় একজন শিক্ষক। স্কুল পরিচালনার পাশাপাশি বাকি সময়টুকু তিনি এই উঠোন সবজি বাগানে দেন। তার ‘উঠান সবজি বাগানে’ বিভিন্ন প্রকার সবজি চাষ করেন। এর মধ্যে ঝিঙ্গে, দুন্দুল, ঢেঁড়স, পেঁপে, লাল, শাক, পুঁইশাক, লেবু, বেগুনসহ আরো অনেক প্রকারের শাক-সবজি তার এই উঠোন বাগানে পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, আশরাফুজ্জামান জাহাঙ্গীর তার উঠান পুষ্টিবাগানে কাজ করছেন। এ সময় তার সাথে কথা বললে তিনি জানান, ‘আমি পেশায় একজন স্কুল শিক্ষক। বাড়ির পাশেই একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব পালন করছি। সকাল থেকে স্কুল চলাকালীন সময় পর্যন্ত ছেলেমেয়েদেরকে পাঠদানে ব্যস্ত থাকি। স্কুলে যাওয়া আগে এবং আসার পর যতটুকু সময় থাকে আমি আমার এই উঠোন সবজি বাগানে দেই। এতে করে আমি আমার বাগান থেকে সতেজ, ফরমালিনমুক্ত নিজের হাতে চাষ করা সবজি দিয়ে আমি আমার সংসার চালাই। এতে করে আমার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়। পাশাপাশি আমার বাড়ির আশপাশে যে পতিত জায়গা ছিল সেই জায়গাটুকু ব্যবহার করে আমি আমার দায়িত্ব পালন করছি।’
তিনি বলেন,
‘সবাই যদি যার যার যেটুকু পতিত জায়গা রয়েছে তা ব্যবহার করে সবজি বাগান অথবা অন্য কোন কাজে লাগান তাহলে সবজি বাজারের ওপর যে বাড়তি চাপ রয়েছে তা কিছুটা হলেও লাঘব হবে।’
বাড়ির পাশের (পরশি) সৈয়দ আনিসুর রহমান বলেন,
‘মাস্টার সাহেবের অত্যন্ত ভালো একজন মানুষ। স্কুল পরিচালনার পাশাপাশি তিনি তার বাড়ির উঠোনে সবজি বাগান করেছেন। খুব পরিশ্রমী একজন মানুষ তিনি। তার এই "উঠান সবজি বাগান" দেখে এলাকার অনেকেই নিজ নিজ বাড়ির আঙিনায় "উঠান সবজি বাগান" করেছেন। এতে অনেকেই লাভবান হয়েছেন।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। আশরাফুজ্জামান জাহাঙ্গীরের মত সবাই যার যার উঠোনের পতিত জায়গায় ব্যবহার করে সবজির চাহিদা পূরণ করেন, তাহলে বাজারের উপরে চাপ কমবে এবং সবজি বাজার নিয়ে আমাদের যেই অভিযোগ আছে তা লাঘব হবে। এব্যাপারে কোন কৃষক যদি আমাদের সহযোগিতা চান সে ব্যাপারে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
একুশে সংবাদ/ বিএইচ
আপনার মতামত লিখুন :