AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে ডুবে গেলেন স্বামী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
১১:৫৩ এএম, ২০ জুন, ২০২৪
মেঘনায় গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে তীব্র স্রোতে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশে টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখানে বসবাসরত শতশত মানুষ নদীপাড়ে ভিড় করে। সেখানে স্বজনদের আহাজারি করতেও দেখা গেছে।

এদিকে, খবর পেয়ে ঘটনার পরপরই বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করেছে। কিন্তু ঘটনার তিন ঘণ্টা পরও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। তিনি তার স্ত্রী ও দুসন্তান নিয়ে মেঘনাপাড়ের টিলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চ টার্মিনালে বাদাম বিক্রি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানে গোসল করেন। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি নদীর তীব্র স্রোতে ডুবে গেছেন তিনি।’

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়াজী বলেন, ‘আমরা খবর পেয়ে ডুবুরিদল নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্ট হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ জহিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

একুশে সংবাদ/স.ট./ এসএডি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!