AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুতে ভাঙ্গন, আতঙ্কে পথচারীরা


গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুতে ভাঙ্গন, আতঙ্কে পথচারীরা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তা নদীর উপর অবস্থিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’তে ভাঙ্গন দেখা গিয়েছে। 

শুক্রবার (২১ জুন) বিকালে সেতুর উপরিভাগের অংশ ভেঙ্গে উঠে যায়। এতে পথচারী ও এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর ভাঙ্গা অংশটিতে সতর্কতামূলক লাল শালু দেয়া হয়েছে এবং ভারি যান চলাচলে ভেঙ্গে যাওয়া স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সুত্রে, বিকেলে হঠাৎ সেতুর উপরের অংশ ভেঙ্গে খুলে আসতে শুরু করে। এরপর দর্শনার্থীদের মধ্যে একজন লাল শালু টাঙিয়ে দেয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশ খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে সেতুতে একটি মোবাইল টিম নিয়োজিত করেন।

উল্লেখ্য, গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ চালু হয় ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপরই যান ও জনচলাচলের জন্য তা খুলে দেওয়া হয়। মহিপুর-কাকিনা পয়েন্টে এলজিইডির বাস্তবায়নে নির্মিত ৮৫০ মিটার দৈর্ঘের এই সেতুটি নির্মাণকালে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু হিসেবে প্রচার হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!