উপমহাদেশের প্রখ্যাত গীতিকার অতুল প্রসাদ সেন নড়িয়ার সন্তান
১. কেদার রায় (মৃত্যু ১৬০৩)- বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার ছিলেন।
২. রাম ঠাকুর (১৮৬০-১৯৪৯)- হিন্দু ধর্মগুরু এবং সাধক।
৩. পুলিন বিহারী দাস (১৮৭৭-১৯৪৯)-ব্রিটিশবিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের ঢাকা অনুশীলন সমিতির প্রধান।
৪. অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪)- আইন ব্যবসা ও গানের গীতিকার।
৫. গোপালচন্দ্র ভট্টাচার্য (১৮৯৫-১৯৮১)- পতঙ্গবিশারদ, উদ্ভিদবিদ।
৬. গোষ্ঠ পাল (১৮৯৬-১৯৭৫)- ফুটবলার, ভারত সরকার দ্বারা পদ্মশ্রী উপাধিতে (১৯৬২) ভূষিত হন।
৭. গোলাম মওলা (১৯২০-১৯৬৭)- চিকিৎসক ও ভাষা সৈনিক।
৮. আবু ইসহাক (১৯২৬-২০০৩)- কবি ও সাহিত্যিক।
৯. ক্যাপ্টেন এম শওকত আলী (১৯৩৭)- মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য এবং সাবেক ডেপুটি স্পিকার।
১০. এ কে এম শহীদুল হক- সাবেক আইজিপি, কমিনিউটিং পুলিশের প্রবর্তক, সাবেক সভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
অতুল প্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুল প্রসাদ পিতৃহারা হন। বাল্যকালে পিতৃহীন হয়ে গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়। মাতামহের নিকটই সঙ্গীত ও ভক্তিমূলক গানে তার হাতেখড়ি। অতুল প্রসাদ সেন ১৮৯০ সালে প্রবেশিকা পাসের পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) ভর্তি হন ও কিছুদিন অধ্যয়ন করেন। পরে লন্ডনে গিয়ে আইন শিক্ষা করেন।
আবু ইসহাক জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ ইংরেজি; ১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা তৎকালীন মাদারীপুর (বর্তমান শরীয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়। তিনি একজন বাংলাদেশি লেখক। তিনি ১৯৪৬ সালে, মাত্র একুশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস `সূর্য দীঘল বাড়ী` এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে।
কর্নেল (অব.) শওকত আলী (২৭ জানুয়ারি ১৯৩৭ – ১৬ নভেম্বর ২০২০) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা, আইনজীবী ও মুক্তিযোদ্ধা। এছাড়া তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। শওকত আলী ২৭ জানুয়ারি ১৯৩৭ সালে শরীয়তপুরের নড়িয়ার লোনসিং বাহের দীঘিরপার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সী মোবারক আলী এবং মাতার নাম মালেকা বেগম।
১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :