AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উদ্ধার অভিযান শেষ হলেও ৫ জনের সন্ধান মেলেনি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০২ পিএম, ২২ জুন, ২০২৪
উদ্ধার অভিযান শেষ হলেও ৫ জনের সন্ধান মেলেনি

 সম্প্রতি তিস্তা নদী পাড়ি দিতে গিয়ে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে গতকাল ভোরে কুলছুম বেগম (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। কুলছুম পুরাতন বজরা গ্রামের মো. কয়জালের মেয়ে।

এদিকে তিন শিশুসহ পাঁচজন নিখোঁজ থাকলেও গত শুক্রবার ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নৌকাডুবিতে এখনও যারা নিখোঁজ তারা হলো– উপজেলার পশ্চিম বজরা গ্রামের চাঁদ মিয়ার ছেলে আনিছুর রহমান (৩২), ছেলের বউ রূপালী বেগম (২৫), নাতনি আইরিন বেগম ((৯), ইসরাত জাহান ইরামণি (১০) ও ভাতিজা শামিম মিয়া (৮)।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তিন দিন জোর তৎপরতা চালানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রত্যাহার করে ঘটনাস্থল পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ বন্ধ হলেও স্থানীয়ভাবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকলেও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত প্রশাসনের তৎপরতা চলবে।

 

 একুশে সংবাদ/ স/হা.কা

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!