ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঘরে ফেরা মানুষ পরিবার প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ শেষে ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে রুটি রুজির তাগিদে নিজ নিজ কর্মস্থলে ফিরছে বিভিন্ন পেশাজীবীর মানুষ।
বাসে অতিরিক্ত ভাড়া এবং টিকেট না পাওয়ায় পাবনা সহ পাবনার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ কাজিরহাট, আরিচা নৌ রুটে ভিড় জমাচ্ছেন।
কাজিরহাট, আরিচা নৌ রুটে যাত্রীদের পারাপারের জন্য রয়েছে স্পিডবোট, লঞ্চ ও ফেরি।
বিভিন্ন পেশাজীবীর মানুষ পরিবার প্রিয়জন নিয়ে নিজ কর্মস্থলে নিরাপদে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেজন্য কাজিরহাট নৌ পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এ সময় কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহিদুল ইসলাম মাহি বলেন ঈদে ঘরে ফেরা মানুষগুলো নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন এজন্য আমাদের নৌ পুলিশের পক্ষ থেকে দিনরাত চব্বিশ ঘন্টা কাজেরহাট ঘাটে নৌ পুলিশ মোতায়েন রেখেছি।
যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :