AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে বিষধর সাপের কামড়ের চিকিৎসা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:৪৭ পিএম, ২৩ জুন, ২০২৪
কাউখালীতে বিষধর সাপের কামড়ের চিকিৎসা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ জুন রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে সাম্প্রতিক রাসেলস ভাইপার এবং অন্যান্য বিষধর সাপের কামড়ের চিকিৎসা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড। 

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, ডাক্তার সাগরিকা রায়, সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন, উমা পাল প্রমুখ। 

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন হেলথ ইন্সপেক্টর মোঃ শহিদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, আতঙ্কিত না হয় সচেতন হন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের এন্টি ভেনাম সরবরাহ আছে। যদি কোন ব্যক্তিকে সাপে দংশন করে তাহলে নিজেরা চিকিৎসা না করে দ্রুতগতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী ভালো হয়ে যাবে। সুতরাং ভয়ে পাবার কিছু নাই। 

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ড বলেন, আমরা সব সময় রোগীদের সেবা দিয়ে থাকি, ২৪ ঘন্টা হাসপাতালে চিকিৎসকরা থাকেন। কোন সমস্যা হলে তাৎক্ষণিক হাসপাতালে চলে আসবেন। এবং বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার পরামর্শ দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!