AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের নগত অর্থ প্রদান


ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের নগত অর্থ প্রদান

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার্থীরা বর্ষায় ভাঙ্গন-প্লাবন আর শুষ্ক মৌসুমে প্রখর রোদ আর ধূলোবালির সঙ্গে লড়াই করে পড়াশোনা করা কৃতি শিক্ষার্থীদের উপজেলার লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকায় ব্যারিস্টার মঞ্জুম আলীর নিজস্ব উদ্যোগে রংপুর-১ আসনের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ক্রেস্ট ও নগত ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারিস্টার মঞ্জুম আলী। তিনি বলেন, আমি দেখেছি গঙ্গাচড়ার মানুষ বরাবরই অবহেলিত। আমি চাই গঙ্গাচড়ার মানুষ এগিয়ে যাক তাদের উৎসাহ দিতেই আমার এ আয়োজন। তরুণ সমাজকে এগিয়ে নিতে মেধা কাজে লাগিয়ে ভালো কাজের সঙ্গে থাকবে তারা দেশের জন্য নিজের মেধা কাজে লাগাবে। এভাবেই ভালো রেজাল্ট করবে আমি সম্মাননা ক্রেসসহ তাদের উদ্বুদ্ধকরণ করবো। আমি গঙ্গাচড়াবাসীর সবসময় পাশে আছি। আমার কার্যক্রম চলমান থাকবে।

কথা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আসা তিস্তার চরাঞ্চলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মুনতাহার সঙ্গে। বাবা সঙ্গে সে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে। মুনতাহা বলে, আমি মঞ্জুম স্যারের ছোট ভাইয়ের ফেসবুকে দেখে যোগাযোগ করে নিবন্ধন করেছি। এ রকম সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। 

মুনতাহার বাবা বলেন, আমার মেয়ে এবার ভালো রেজাল্ট করছে ঠিকই তবে আমরা গরীব মানুষ কলেজে ভর্তি করাইতে ম্যালা টাকা লাগবে চিন্তাত ছিনো। এখন আমার এত ভালো লাগতিছে যে ভাষায় প্রকাশ করার মত নয়, এই যে ৫ হাজার টাকা পাবো আমার মেয়েকে ভর্তি করাবো আমার কাছে এটাই অনেক বড়ো। কিভাবে আয়োজককে  ধন্যবাদ জানাব আমার জানা নেই। অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা জানাই।

সংবর্ধনা অনুষ্ঠানে বর্ণালী জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোকাররম হোসেন সুজন। তিনি বলেন, যে মানুষটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে তাকে স্বাগত জানাই। অনেকের কাছে ৫ হাজার কম মনে হলেও এটা গড় হিসাব করলে অনেক পরিমান টাকা দ্বারা। কে আছে রংপুর-১ আসনে এতো গুলো টাকা শিক্ষার জন্য অনার করে দিবে। আমি চাই তোমরা সামনের দিকে মানুষ গড়ার কারিগর হও। আমি বলব সুশিক্ষায়ই জাতির মেরুদণ্ড, তোমরা মানুষ হও। আমি চাই এমন অনুষ্ঠান অভ্যাহৃত থাকুক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন লক্ষীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলা আখের মিয়া, বীর সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম আবু ইমামসহ প্রমুখ।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!