AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাটহাজারীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


হাটহাজারীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাটহাজারীতে চট্টগ্রাম আন্ত: স্কুল  (বালক)জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ জুন) বিকালে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী পর্বের প্রথমার্ধের খেলায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।এতে কাটিরহাট উচ্চ বিদ্যালয় ১ -০ গোলে জয়ী হয়। দ্বিতীয় খেলায়  মার্দাশা বহুমুখী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। 

খেলা শুরুর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার  এবিএম মশিউজ্জামান। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন, সাজেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাইনুদ্দীন মজুমদার। 

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.জাফর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, হাটহাজারী প্লেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, কাটিরহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হাসান, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ চৌধুরী প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!